1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে কোনো আলোচনা নয়: রুহানি - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে কোনো আলোচনা নয়: রুহানি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১২ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। বুধবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে টেলিফোনে একথা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হাসান রুহানি।


রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে প্রকারান্তরে ২০১৫ সালে নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ৬ জাতির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট রুহানি ম্যাক্রোকে বলেন, ‘ইরান সরকার, পার্লামেন্ট ও জনগণ এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, যতদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রশ্ন উঠে না।’

ইরান গত চার মাস ধরে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে রুহানি বলেন, ফ্রান্স ও বাকিতিন ইউরোপীয় দেশ যদি এ সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে তাহলে তেহরান আবার পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়ন করবে।

জবাবে ফরাসি প্রেসিডেন্ট রুহানিকে বলেন, ইরানের পরমাণু সমঝোতা যাতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন। পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে তিনি তার ভবিষ্যত পরিকল্পনা প্রেসিডেন্ট রুহানির সামনে তুলে ধরেন এবং ফ্রান্স-ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।

সাম্প্রতিক সময়ে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। তিনি মধ্যস্থতার মাধ্যমে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আয়োজনেরও আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো আলোচনার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অটল রয়েছে।

সূত্র: পার্স টুডে

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST