1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: মওদুদ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:৩৫ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: মওদুদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারের ষড়যন্ত্রও বেড়ে গেছে। এরই অংশ হিসেবে ইভিএমে ভোট করার চক্রান্ত করা হচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, জাতীয় সংকট সমাধানের একমাত্র পথ’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

সরকারের উদ্দেশ্যে মওদুদ বলেন, ‘যতই আরপিও সংশোধন করে ইভিএমে ভোট আর মিথ্যাচার করুন, এবার আর পার পাবেন না। জনগণ সব চক্রান্ত রুখে দেবে।’

তিনি বলেন, ‘দেশের মধ্যে যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। একটা জাতীয় ঐক্য হবে। কারণ, আমরা গুম দেখতে চাই না। হত্যা, অপহরণ দেখতে চাই না।’

মানুষ সরকারের অবসান ঘটানোর জন্য প্রস্তুত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সামনে জাতীয় ঐক্য হবে, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পাবে। এখন বাংলাদেশে এটিই একমাত্র ইস্যু।’

তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাধীনতা নাই, কথা বলার অধিকার নাই, গণতান্ত্রিক ব্যবস্থা নাই। এগুলো ফিরিয়ে আনা এখন একমাত্র কাজ।’

মওদুদ বলেন, ‘কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলনের শুরুতে সরকারসহ সবাই বলল ভালো। কিন্তু, ক’দিন পরেই সরকার আন্দোলনকারীদের ওপর চড়াও হলো। আমার ভয় হচ্ছে। কারণ, সরকার ড. কামাল হোসেনদের জাতীয় ঐক্য নিয়েও বলল ভালো, গণতন্ত্রের জন্য খুবই ভালো। ঐক্য বেড়ে সামনের দিকে যাচ্ছে। এখন সরকারের ভেতর ভয় ঢুকে গেছে। সামনের দিনে যখন এই ঐক্য জনমত তৈরি করবে, তখন হয়তো সরকারই সবার আগে তাদের আঘাত করবে।’

আরপিওতে ইভিএম সংযুক্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যে দেশে ব্যাংকের টাকা হ্যাকিং করে বেহাত করা যায়, সেখানে মেশিনের ভোটের ওপর জনগণের আস্থা নেই। এই মেশিন যারা নিয়ন্ত্রণ করবে, সেই সরকার ও নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই। আমরা ইসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’

তিনি আরো বলেন, ‘ব্যালটে ভোট হলে তাতে সমস্যা দেখা দিলে পুনরায় গণনা করা যাবে। কিন্তু, ইভিএমে এ সমস্যা দেখা দিলে পুনরায় গণনার কোনো সুযোগ নেই। হ্যাকিং হলেও বোঝার উপায় নেই।’

সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্ব ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নোয়াখালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল বাকী, জাতীয় নাগরিক মঞ্চের সভাপতি ইসমাইল তালুকদার খোকন প্রমুখ।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST