নিজস্ব প্রতিবেদক :
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজশাহী মহানগর সহ আশেপাশের এলাকায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে নগরবাসী ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। বৃষ্টির কারণে মানুষ প্রয়োজনীয় কাজেও বাইরে বের হতে পারেনি। বৃষ্টি নামায় পূর্বের চাইতে বেশি ঠান্ডা পড়ছে। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। গতকাল শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও দুপুর ১টা থেকে এ বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। অগ্রহায়ন মাসের শেষের দিকে এ বৃষ্টিতে ঠান্ডা আরো বাড়তে পারে।
এদিকে,নিম্নচাপের কারণে রাজশাহী মহানগর সহ আশেপাশের এলাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সেই সাথে আকাশও মেঘলা ছিল। সকাল ১০টার পর থেকে দুই এক ফোটা বৃষ্টি পড়লেও দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
রাজশাহী আবহাওয়া জানায়, শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীতে ৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
খবর২৪ঘণ্টা/এমকে