খবর২৪ঘন্টা ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রফিকুর ইসলাম জানান, ভোরে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের হারুনুর রশিদ পালাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের (৩) লাশ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
নিহত শিখার স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই