খবর ২৪ঘণ্টা ডেস্ক: ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে ফেনী সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের স্বল্প মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছমা আক্তার স্থানীয় কাজীর হাট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, রবিবার রাত ৭টার দিকে আছমা পানি আনার জন্য নলকূপে যায়। দীর্ঘ সময় ও ঘরে না ফেরায় সবাই চারদিকে তাকে খুঁজতে থাকে। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠায়। আছমার বাবার দুলাল হোসেনের দাবি, তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুজন হালদার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আছমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে।
খবর ২৪ঘণ্টা/ নই