1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নিউ মার্কেট ভাঙ্গার সিদ্ধান্তের প্রতিবাদে দোকান মালিকদের বিক্ষোভ-মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০:৫২ অপরাহ্ন

নিউ মার্কেট ভাঙ্গার সিদ্ধান্তের প্রতিবাদে দোকান মালিকদের বিক্ষোভ-মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

পাবনা প্রতিনিধি:  পাবনার নিউ মার্কেট ভাঙ্গার আগে দোকান মালিকদের বরাদ্ধপত্র প্রদান, পুনর্বাসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন মার্কেটের দোকান মালিকরা ।

পাবনা নিউ মার্কেট দোকান মালিক ও কর্মচারী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। পরে দোকান মালিকেরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাবনা পৌরসভার সামনে গিয়ে পুনরায় মানবন্ধন করেন। এসময় বক্তব্য দেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম পাকন, পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান সুমন, দোকান মালিক ও কর্মচারী সমিতির সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক তৌহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সরকার, সদস্য নুরুজ্জামান প্রমুখ।

বক্তরা বলেন, পাবনা পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি নিউ মার্কেট ভেঙ্গে আধুনিক বহুতল মার্কেট করার পরিকল্পনা গ্রহন করেছে। কিন্তু দোকান মালিকদের সাথে কোনো মতবিনিময় করা হয়নি। যাতে আগামীতে দোকান না পাওয়ার আশংকা করছে বর্তমান দোকান মালিকেরা। দোকান মালিকদের পুনর্বাসন, দোকান ছাড়ার আগে বরাদ্দপত্র প্রদান ও চুক্তি সম্পাদন, ক্ষতিপূরণের ব্যবস্থা এবং সময় উল্লেখ করে দোকান বুঝিয়ে দেয়াসহ ৫ দফা দাবি জানান বর্তমান মালিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

এদিকে, পাবনা নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেন, পাবনা নিউমাকের্টে মালিক ও কর্মচারী মিলিয়ে ২ হাজার পরিবার নির্ভরশীল তাদের ব্যবসার উপর। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৪২টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগের একটি বড় অংশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও চেক বন্ধক রেখে ঢাকাসহ বিভিন্ন জেলায় মহাজনদের কাছ থেকে মালামাল ক্রয় করে তারা ব্যবসা করছেন বলে জানান। এ অবস্থায় রাতরাতি উচ্ছেদের প্রক্রিয়া রীতিমতো অযৌক্তিক ও অমানবিক বলে মনে করেন তারা।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST