খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আমজনতা থেকে সেলিব্রিটি। শিশু থেকে বৃদ্ধা। রক্ষা নেই কারও। খবরের শিরোনামে আবার পুরুষ। এবার পালা নায়িকার। জনবহুল রাস্তায় অভিনেত্রী চিন্ময়ী সুরভেকে দেখে হস্তমৈথুন করছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন তারকা দম্পতি।
সোমবার দুপুরে নিজের বাড়ি থেকে থেকে একটু দূরে ভিলি পার্লে রাস্তায় ছিলেন নায়িকা। সেখানে রাস্তার ধারে ‘বিএমডাব্লু’ তে বসেছিলেন একজন ব্যক্তি। চিন্ময়ীর দাবি, ” গাড়িতে বসে তাঁকে দেখে হস্তমৈথুন করছিলেন ওই ব্যক্তি। তিনি এগিয়ে আসতেই পালিয়ে যান সে”।
অচেনা এই ব্যক্তিকে খুঁজে বার করতে সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছে নায়িকার স্বামী অভিনেতা সুমিত রাঘবন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে পুরো ঘটনার বিবরণ দেন তিনি। সঙ্গে ওই ব্যক্তির গাড়ির নম্বরের লাস্ট চারটে সংখ্যা। তিনি লিখেছেন, ” আমার স্ত্রী গাড়ির পুরো নম্বর মনে করতে পারছেন না। লাস্ট চারটে ডিজিটই মনে আছে। আপনারা সাহায্য করুণ এই ব্যক্তিটিকে খুঁজে পেতে।”
এদিকে পুলিশও নেমে পড়েছে তদন্তে। দেখা হচ্ছে, ওই রাস্তার সিসি টিভি ফুটেজও।
খবর২৪ঘণ্টা.কম/রখ