রাজশাহীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ ও চাঁদা আদায়ের চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন-চক্রের মূল হোতা নার্গিস নাহার ওরফে হেলেনা, আতিকুর রহমান বাপ্পি, কহিনুর ওরফে রাত্রি।
গ্রেফতারকৃত আসামীদের নিয়ে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নগর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তারকৃতরা মহানগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে অপহরণ করতো। এরপর তাদের আটকে রেখে অশ্লীল ছবি তুলে চাঁদা দাবি করা হতো। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেএন