খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত দুইজন ডাকাত দলের সদস্য।
সোমবার ভোরে ফতুল্লার আলীরটেক ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, রাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদে র্যাব-১১ এর একটি দল অভিযান চালায়। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ডাকাত সর্দার জিল্লু ও তার সহযোগী নিহত হন।
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র্যাব এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ