খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকির হোসেন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে জখম করে একদল মুখোশধারী দুর্বৃত্ত।
নিহত জাকির হোসেন উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, জাকির হোসেন স্থানীয় যুবলীগ কর্মী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত জাকির হোসেনকে ভুলতা তাঁতবাজারের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ভুলতা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাব্বিত এ মৃত্যুর কথা নিশ্চিত করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ