নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় উপজেলার কলিগ্রাম এলাকায় বিদ্যুতের তার টানা কে কেন্দ্র করে সংঘর্ষে হয় । মঙ্গল বার দুপুরে সিংড়া উপজেলার হাতিন্দ ইউনিয়ানের এ কলিগ্রাম হাসিঘাটি গ্রামে এ ঘটনায় আহত হয় মহিলাসহ ৪জন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, কাঠমিস্ত্রী আফছার আলী ও সীমা বেগম। এদের মধ্য গুরুত্বর আহত কাঠ মিস্ত্রী আফছার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসি ও স্থানীয়ও জানায় , মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামের বসতবাড়িতে পল্লি বিদ্যুতের নতুন বিদ্যুতের লাইনের তার টানার সময় লাইনম্যান দের বাধা দেয় আবুবক্কর আলী। এসময় রফিকুলের সাথে আবু বক্করে বাকবিতন্ধ বাধে একপর্যায় আবু বক্কর ,মুনছের আলী দুই ভাই দেশি অস্ত্র ও লাঠিসটা দিয়ে রফিকুল , এবং সিমা বেগমকে টেটা দিয়ে আঘাত করলে তারা গুরুত্ব আহত হয় ।পরে আজ মঙ্গলবার দুপুরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ঘটনাটি হাতিন্দ ইউনিয়ানে ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি ,অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ