লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়া এবং ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ধুপইলে রাস্তার দু’ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহির এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উক্ত দুটি স্থানে গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক স্থাপনা ও দোকান মালিকদের নিজ উদ্যোগে স্থাপনা ভেঙ্গে জায়গা ফাঁকা করে দেয়ার জন্য নোটিশ দেয়া হয়। ওই নোটিশের প্রেক্ষিতে স্থাপনা মালিকরা নিজ উদ্যোগে তাদের এই সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু দখলদাররা সওজের নিয়ম অনুযায়ী স্থাপনা উচ্ছেদ না হওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
কয়েকজন দোকান মালিক জানান, সওজের নির্দেশনা অনুযায়ী আমরা দোকান ও স্থাপনা সমূহ নিজেরাই ভেঙ্গে ফেলেছি। কিন্ত আমাদের রুটি-রোজগার ও পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে দোকানের সামন্য অংশ রেখেছিলাম তাও তারা ভেঙ্গে দিলো।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহির জানান, উচ্ছেদকৃত স্থানে অবৈধ ভাবে পুনরায় দখলে নিয়ে কেউ স্থাপনা বা দোকান ঘর তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ