নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম পৌরসভার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টীম। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হালিম প্রামাণিকের ছেলে শাহিন আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে শাহিন আলমের মা জাহানারা বেগম (৫৫) ও স্ত্রী স্বর্ণা বেগম (২৮)কে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশে হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, শাহিন আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বহুদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, আটককৃতদের বিকেলে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহিন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
এদিকে নাটোর র্যাব ক্যাম্পের (সিপিসি-২) মেজর শিবলী মোস্তফা জানান, বড়াইগ্রাম উপজেলার মাঝপাড়া এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে রবিউল করিম (৩৫) পিতা আতাউর রহমানকে তালশো (স্কুল পাড়া) থেকে ৫৩৫পিস ইয়াবাসহ আটক করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ