নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ান পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বিকালে পিপরুল ইউনিয়ান পরিষদ হলরুমে প্রায় ৫১ লাখ ২৫হাজার ২৫৭ টাকা বাজেট ঘোষনা করেন পিপরুল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো কলিমুদ্দিন প্রাং কলি ।
এসময় আওয়ামী লীগ নেতা মোহাম্মোদ আলী সরদার,যুবলীগ নেতা নজরুল পাটোয়ারী, যুবলীগ নেতা দেওয়ান শাহ জালাল,ইউপি সদস্য মজিবর রহমান মজি, বকুল দেওয়ান,জসিম উদ্দিন, ইউপি উদ্যেক্তা মোসা কহিনুর খাতুনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, ইমাম,কাজী,এনজিও প্রতিনিধি, আওয়ামী লীগ,যুব লীগ,ছাত্র লীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মো জাহাঙ্গীর হোসেন সোহাগ ।
ইউপি সচিব মো সাইফুল ইসলাম জানান, এবারের বাজেট শিক্ষ, স্বাস্থ্য,যোগাযোন, নারী ও প্রতিবন্ধী ,কৃষিউন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ