নাটোর প্রতিনিধিঃ
নাটোর শহরের উত্তরপটুয়া শতপল্লি আদর্শ গ্রাম থেকে হাবিবা বেগম (২২) নামের এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থনীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল থেকে হাবিবা বেগমের ঝুলন্ত উদ্ধার করে নাটোর অধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তে জন্য পাঠায়। সজিব হোসেনের (২৭) এর স্ত্রী মৃত হাবিবা বেগম (২২) । হাবিবার বাবার বাড়ি সিংড়া চৌগ্রাম । হাবিবার ৪ বছরের এক কন্যাশিশু রয়েছে। এ ঘটনায় পর হাবিবার স্বামী ,দেবর সহ বাড়ির সবাই পালাতক।
প্রতিবেশী মরিয়ম বেগম জানায়, হাবিবার স্বামী সজিব প্রথমে হাবিবাকে ঘরে তিরের সংগে ঝুলে থাকতে দেখে । পরে প্রতিবেশি মরিয়ম বেগম কে ডেকে দেখায় । এর পর পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডে সাবেক কমিশনার জাহিদুল ইসলাম জাহিদকে খবর দিলে তিনি এসে পুলিশকে খবর দেয়। তিনি আরো জানান প্রায়শ সজিবের সংগে তার স্ত্রীর ঝগড়া লাগতো। আজ সকালে সজিব তার স্ত্রীকে ৫০ টাকা দিতে বলে সজিবের মাকে পরে তিনি ২০টাকা দেয় এ ঘটনায় দুজনার মধ্যে বাকবিতন্ড বাদে।
নাটোর সদর থানার এসআই ফরিদুল ইসলাম জানান, আজ রবিবার ১১টার দিকে গৃহবধু হাবিবার নিজ শয়ন ঘরের তিরের সংগে গোলায় শাড়ি দিয়ে অত্নাহত্যা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনার স্থল থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। আপাতত এতটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘন্টা / সিহাব