নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা রামেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় ৭ সদস্য কে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে কামেশ্বরপুর এলাকা থেকে র্যাব সদস্যরা নিষিদ্ধ ঘোষিত এই সাত জন সদস্য কে গ্রেফতার করেছে।
রাজশাহী র্যাব-৫ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা কামেশ্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে বৈঠকরত অবস্থায় সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় ৭ সদস্যদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী থানার কালাগাজিপাড়ার মৃত ইলাহী শরিফ এর ছেলে নুরুল ইসলাম (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সমোদরপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম এর ছেলে মোঃ আবু সায়েম (২৬), চট্টগ্রাম জেলা সাতকানিয়া থানার আনিছবাড়ি এলাকার মকবুল হোসেন ছেলে কেফায়েত উল্লাহ (২০), কক্সবাজার জেলা চকোরিয়া থানার কাকারা এলাকার আঃ শুকুর ( কারী) ছেলে আনিছ উল্লাহ (২০), নাটোরে বড়াইগ্রাম থানার বড়াইগ্রাম পৌরসভার আঃ সাত্তার ছেলে মোবারক হোসেন (২৩), বান্দরবন সদর থানার বান্দরবন এলাকার মোঃ আইয়ুব আলী ছেলে মোঃ আইজুন নবী ফাহিম (২৫), চট্টগ্রামের সাতকানিয়া থানার বিল্লাপাড়া এলাকার মাওলানা আবু জাফর আহম্মেদ এর ছেলে মোঃ জোবায়ের আহম্মেদ কে উগ্রবাদী বই, লিফলেট এবং প্রশিক্ষনের নথিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানার মামলা রজু প্রক্রিয়াধীন।
খবর২৪ঘন্টা/নই