নাটোর প্রতিনিধি: নােটারে ৩শ ২০ পিচ ইয়াবা সহ ২ জন ম্দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বেলা সোয়া ১১টায় মাদক এর বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহ্্রীয়ার-এর নেতৃত্বে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন জগিন্দ্রনগর গ্রামে অভিযান পরিচালনা করে।
সেখান থেকে ৩২০ পিচ ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, ২টি মেমোরী কার্ড ও নগদ ২হাজার ৮৪০ টাকাসহ গুরুদাসপুরের জগিন্দ্রনাথ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর এলাকার মোঃ আরশাদ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাস (২৫) হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহ্্রীয়ার জানান উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই