নাটোর প্রতিনিধি: নাটোরে নতুন করে আরও ৫২ জনকে হোক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট ২২৫জনকে হোক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কারনে ৫৬ জনকে রিলিজ করা হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে সীমিত হয়ে আসছে জেলার সকল কার্যক্রম। আজ বুধবার সকালে পুলিশ বন্ধ কওে দিয়েছে সকল দোকানপাট ও বিপনিবিতানগুলো। খোলা রয়েছে শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। পুলিশ প্রশাসনও রয়েছে মাঠে। ডিবি পুলিশ মাঠে নেমেছে সাধারন মানুষকে বুঝাতে।
খবর২৪ঘন্টা/নই