নাটোর প্রতিনিধি: সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ্যাড: পলাশ কান্তি রায় কে অগ্নিসংযোগে হত্যা,সাংবাদিক প্রবীর সিকদারের বাসভবনে হামলা, প্রিয়া সাহার পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগে ধ্বংস, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, এ্যাডঃ সুলতানা কামালকে হত্যার হুমকি, সংখ্যালঘুদের একের পর এক নির্যাতন নিপীরন এর প্রতিবাদে এবং সম্প্রদায়ির সম্প্রীতি ক্ষুন্নকারিদের চিহ্নিত করণ পূর্ব অবিলম্বে সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ।
আজ শনিবার ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী চিত্তরঞ্জন সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা পরিমল কুন্ড, এ্যাড. খগেন্দ্রনাথ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা, জেএন