নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছে। সোমবার সকাল থেকে দুপুর অবধি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুল খালেক ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মতিন সহ সঙ্গীয় ফোর্স নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ও কদিমচিলান এলাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মোটরসাইকেলের আরোহীরা হেলমেট পরিহিত অবস্থায় থানায় হাজির হয়ে ভবিষ্যতে হেলমেট পড়বে বলে মুচলেকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়।
থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণে প্রতিদিনই এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে মুচলেকাদানকারীরা দ্বিতীয়বার আটক হলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই