খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নাটোরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৪) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর কারবালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নাটোর মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের ফিল্ড অফিসার এবং চাপাইনবাবগঞ্জ জেলার কানসাট পৌর এলাকার মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসিয়াল কাজে রবিউল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বনপাড়া যাচ্ছিলেন। পথে আহম্মেদপুর কারবালা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এ সময় পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক রবিউলকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ