খবর২৪ঘণ্টা.কম: নাটোরের গুরুদাসপুরে স্বামী আরিফুল ইসলামের (২২) লাশ গাড়িতে রেখে পালিয়ে বাবার বাড়িতে চলে গেছে স্ত্রী শ্যামলী খাতুন।
বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেগঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আরিফুল ও শ্যামলীর। বিয়ের পর থেকে শ্যামলীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়াবিবাদ লেগেই থাকত।
একপর্যায়ে স্বামী আরিফুলকে বুঝিয়ে গাজীপুরে নিয়ে গিয়ে গার্মেন্টসে চাকরি নেয় তারা। বৃহস্পতিবার সকালে তাদের ভাড়া বাসা থেকে আরিফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ময়নাতদন্ত শেষে তার স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করে। স্ত্রী শ্যামলী লাশবাহী গাড়িতে করে এলাকায় নিয়ে আসে। তার স্বামীর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গাড়িতে লাশ রেখে পালিয়ে যায় শ্যামলী। স্থানীয়রা লাশ দেখে আরিফুলের বাড়ি নিয়ে যায়।
মৃত আরিফুলের বাবা সাইদুল ইসলাম লালু বলেন, ছেলের লাশ রেখে বউ পালিয়ে যাওয়ায় এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈর থানার এসআই নায়েবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মৃত আরিফুলের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব নয়। এ বিষয়ে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন