নাটোর প্রতিনিধি: নাটোরে বিদুৎ স্পর্শে রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মৃত রনি-১৮ সিংড়া উপজেলার নগর মাছ গ্রামের আনছার আলীর ছেলে। আজ সকালে বাড়ির পাশে গাছ কাটার সময় বিদ্যুতের তার ছিড়ে শরীরে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রনির আত্মীয় স্বজন জানান, রবিবার সকালে রনি বাড়ির পাশে একটি গাছে উঠে ডাল কাটতে শুরু করে। এসময় ডালের আঘাতে বিদ্যুতের তার ছিড়ে গায়ে পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। মূমূর্ষ অবস্থায় নাটোর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।