নাটোর প্রতিনিধি: ভ্রাম্যমান আদালতের জরিমানা নিয়ে সংবাদ প্রকাশ করায় নাটোরের লালপুরে আশিকুর রহমান টুটুল নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। আশিকুর রহমান দৈনিক আমার সংবাদ ও স্থানীয় দৈনিক প্রান্তজনের লালপুর সংবাদদাতা। এ ঘটনায় লালপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওই সাংবাদিক।
অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ই সেপ্টেম্বর লালপুরের ওয়ারিয়া বাজারে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় সাইফুল কসাইকে (৪০) ৫ হাজার টাকা জরিমানা করে। এ সংবাদ পরদিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে সাইফুল ও তার ভাতিজা বাবু সাংবাদিক আশিককে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। গত ১৭ই সেপ্টেম্বর রাত ৮টায় ওয়ালিয়া বাজারে আশিকের পথরোধ করে ভয়ভীতি দেখাতে থাকে এবং এক পর্যায়ে সুযোগ পেলে খুনের হুমকি দেয় তারা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আশিক।
লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।