নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা সমতল ক্ষুদ্র নৃ গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচি আওতায় ২০১৯-২০ অর্থে বছরে ছাত্র-ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে সমতল ক্ষুদ্র নৃ গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কার্য়ালয়ের প্রদত্ত ৬০শত শিক্ষাথীদের মাঝে বরাদ্দকৃত ৮লক্ষ ৩০ হাজার টাকা শিক্ষা উপকরণ ও উপবৃত্তি এবং ৩০ টি বাইসাইকেল বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান , ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি , মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজল , জাতীয় আদিবাসি পরিষদ সভাপতি প্রদীপ লাকড়া ,সাধারণ সম্পাদক কালিদাস রায় সহ প্রমুখ ।
খবর২৪ঘন্টা/নই