নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে একটি বিদেশি রিভলবার ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও একটি চাইনিজ কুড়ালসহ মো. আতাউর রহমান ওরফে আতার ছেলে নাইমুর রহমান নাইম (২১) ও একই গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে আলহাজ মোল্লাকে (৩২) আটক করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।