নাটোর প্রতিনিধি: নাটোরে যুবলীগ সভাপতি হাসান আলী খাঁকে কুপিয়ে হত্যাা ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় বাজার কমিটির আয়োজনে দত্তপাড়া বাজারে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ অন্যান্যেরা।
এ সময় বক্তারা, হাসান আলী খাঁ হত্যায় জড়িত স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন সেন্টু, সজিব এবং সোহান সহ জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারী বিকেলে পূর্ব বিরোধের জের ধরে শহরতলীর দত্তপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাঁকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন