নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের কানাইখালী এলাকায় সাইফুল শেখ রিপন ওরফে কানা রিপন নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রিপন কানাইখালী এলাকার ছাইদুল শেখের ছেলে ও জেলা যুবলীগের কর্মী। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, কানাইখালী এলাকার ফজেল আলীর ছেলে ইদুল হোসেন ও সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের হামিদুল সরকারের ছেলে জামিল হোসেন।
নাটোর সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন রিপন। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আব্দুল্লাহ আল মামুন।
খবর২৪ঘণ্টা.কম/রখ