নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া গ্রামে মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। এই ঘটনায় নাটোর সহকারী কর কমিশনার আরিফ হোসেন আহত হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের অন্তত ৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল রাতে তারাবির নামাজ শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহতরা হলেন উপজেলার ধামনপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সহকারী কর কমিশনার আরিফ হোসেন (৩২) ও আকাশ হোসেন (২৫) এবং বাহারম খানের ছেলে আসাদুল গণি (৩০)। আটককৃতরা হলেন, ওই গ্রামের সবুর খানের ছেলে রেজোয়ান খান (১৮), ইকবাল খানের ছেলে শিবলু খান (১৮), হিজু শেখের ছেলে নজরুল ইসলাম (৩০), সোহেল খানের ছেলে মোহন খান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান জানান, রাতে তারাবির নামাজ শেষে ধামনপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে লোকমান মেম্বর পক্ষ ও ইউসুফ আলী টুটুল পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের
সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সহকারী কর কমিশনার আরিফ হোসেন, বিপ্রবেলঘুরিয়া ইউনিয়ান যুবলীগের সাধারন সম্পাদক আসাদুল খান ও আকাশ নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার এই নিউজ লেখা পর্যন্ত নলডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
খবর২৪ঘণ্টা, জেএন