নাটোর প্রতিনিধি: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নাটোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এস এম জাকির হোসেন, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান, সদর পঃপঃ কর্মকর্তা ডা. রতন সাহা প্রমূখ।
সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, নাটোর জেলায় দুই লাখ ৬৩ হাজার ৮৮৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচীর আওতায় জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৭০১ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৩৬ হাজার ১৮৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কর্মসূচীর সফল বাস্তবায়নে জেলায় সাতটি মনিটরিং টিমের তত্ত্বাবধানে ১৯৬ জন স্বাস্থ্য সহকারী, ১৮৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ৩০৫ জন পরিবার কল্যাণ সহকারী ছাড়াও দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।