নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে থানা ভবনের পাশে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রইস উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি চারতলা বিশিষ্ট হবে। এর নির্মান ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা। নাটোরের মীর হাবিবুল আলম এন্ড মের্সাস ইসলাম কনস্ট্রাশন কাজটি বাস্তবায়ন করবে।
খবর২৪ঘন্টা/নই