নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে মাকে থাপ্পড় মারায় বড় ভাই ও ভাবিকে পিটিয়ে জখম করেছে ছোট ভাই, তার স্ত্রী ও বোন।
বৃহস্পতিবার সকালে দিকে উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকায় এঘটনায় আহত হয় ভাই ইসমাইল (৫৫) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। আহত ইসমাইল কালিকাপুর এলাকার মৃত আমিন উল্লাহ খানের ছেলে। আহত ২জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি জানান, ছোট ভাই বাবুল খান বড় ভাই ইসমাইলের স্ত্রী শাহনাজকে প্রায়ই কু-প্রস্তাব দিতো। এ নিয়ে সকালে নিজেদের মধ্যে ঝড়গা-ঝাটি হয়। এক পর্যায়ে শাহনাজ তার শ্বাশুড়িকে থাপ্পড় দেন। এসময় বাবুল, তার স্ত্রী শাহিনা বেগম ও তার ছোট বোন সাবানা আক্তার বড় ভাই ইসমাইল ও ভাবি শাহনাজকে পিটিয়ে জখম করেন। পরে প্রতিবেশীরা তাদরে উদ্ধার করে প্রথমে বনপাড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীক কুমার দাস জানান, এ বিষয়ে থানায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা ন্ওেয়া হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।