ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

admin
নভেম্বর ২৫, ২০১৭ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মী ফেরদৌস হোসের নিহত হয়েছে। শনিাবর বিকেল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিং জেলার জামালপুরে নিহত ব্র্যাক কর্মী ফেরদৌসের বাড়ি।

বড়াইগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্র্যাক কর্মী ফেরদৌসসহ দু’জন মোটর সাইকেলে করে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশের ছোট রাস্তা দিয়ে কর্মস্থলে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী দিবা কোচ নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক থেকে পাশের ছোট রাস্তায় এসে ওই ব্র্যাক কর্মী মোটর সাইকেলকে চাপা দেয়। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে নেওয়া হলে ডাক্তার ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহারিয়ার খাঁন দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।