নাটোর প্রতিনিধি: নাটোরের ব্রাকের আঞ্চলিক কার্যালয় ইফতার মাহফিল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় শহরের উত্তর বড়গাছায় সংস্থাটির কার্যালয়ে ব্রাকের মাইক্রোফিন্যান্স এ আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল রানা, নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন, জেলা ব্রাক প্রতিনিধি মোমেনা খাতুন, আর এম দাবি রোকনুজ্জামান, আর এম প্রগতি পুলক কুমার সাহা, আরএম আশুতোষ বিশ্বাস, নাটোর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আখলাক হোসেন লাল, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও দৈনিক প্রান্তজন ব্যবস্থাপনা সম্পাদক নাইমুর রহমান প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাসেল সহ প্রমুখ। ইফতার পাটিতে অংশগ্রহন করেন জেলা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিগন।
খবর২৪ঘণ্টা.কম/নজ