ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেককে রাষ্ট্রীয় সালাম ও দাফন সম্পূন্য

admin
নভেম্বর ২৮, ২০১৭ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরে সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়ানের ছাতনী দিয়ার মৌজার মৃত ফজের আলী প্রাং সন্তান বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক গত ২৬ নভেম্বর রোজ রবিবার অনুমানিক রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্স্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহহে…….রাজুউন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০(সত্তর)বছর। তিনি মারা যাবার সময় দুই স্ত্রী পাঁচ পুত্র সন্তান ও এক মেয়ে রেখে যান। রোজ সোমবার বাদ জোহর অনুমানিক ২টার পর পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের রাষ্ট্রীয় সালাম পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শামিম ভুইয়া । নাটোর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মশিউর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন এস আই কিশোর। এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার শেখ মোঃ আবুল হোসেন , সাবেক উপজেলা কমান্ডার আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বি এ , বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম অবঃ প্রাপ্ত পুলিশ, সাবেক সহ কমান্ডার নজের আহম্মদ দুদু, সাবেক সহ কমান্ডার হোসেন আহম্মেদ, সাবেক সহ কমান্ডারআবুল হোসেন দুলাল, সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সেনা,বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলী মোল্লা,্ওমর আলী। এছাড়া আরো অনেক গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। তার জানাযা শেষে হারিগাছা কবরস্থানে রাষ্টীয় মর্যদায় দাফন সম্পূন্য করা হয়। তাহার বিদাহী আত্নার রুহের মাগফিরাত কামনা করা হয়। শোকাহত পরিবারকে গভীর সমবেনদা জ্ঞাপন করা হয়।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।