নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় “পাখি সংরক্ষণে সকলে একসাথে কাজ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে স্থানীয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ইসাহক আহমেদ, বিবিসিএফ এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল ইসলাম,গ্রীণ হাউজ সদস্য ও সাংবাদিক এম.এম আরিফুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শারফুল ইসলাম খোকন, তাইফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমজাদ হোসেন, মহসিন আলম, মানবাধিকার কর্মী আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ, মিজানুর রহমান, আরিফ হোসেন, হাসিবুল হাসান প্রমূখ। সভায় বক্তারা চলনবিলের অতিথি পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ