নিজস্ব প্রতিবেদক :
নাটোরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগা দুর্গাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩০) ও একই উপজেলার পুকুরিয়া গ্রামের ইব্রাহিম (৩৫)। ১৬ জানুয়ারী রাত ১টার দিকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর
ক্যাম্পের একটি দল ১৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘরিয়া বাইপাস এলাকায় অভিযান ফারুক ও ইব্রাহিমকে ৯৬৫ বোতল এবং একটি পিকাপ ভ্যানসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জব্দকৃত ফেনসিডিল পিকআপ ভ্যানযোগে বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ হতে টাংগাইলে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
খবর ২৪ ঘণ্টা/আর