নাটোর প্রতিনিধি: নাটোরে বাস চাপায় বাদল মিয়া (৪০) নামে এক অটো ভ্যান চালক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নুর আলম (৩২) নামে অপর একজন। আজ বেলা সোয়া ১১ টার দিকে শহরের পিটিআই এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, সকাল সোয়া ১১ টার দিকে বাদল মিয়া তার শ্যালক নুর আলমকে সঙ্গে নিয়ে ছাগল বিক্রির উদ্দেশ্যে নিজ চার্জার ভ্যানে তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। এসময় পিটিআই মোড়ে এলাকায় রংপুরগামি একটি যাত্রীবাহি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে বাদল ও নুর আলম গুরুতর জখম হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বাদল মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই