লালপুর প্রতিনিধি: বুধবার নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর গ্রামে বজ্রপাতে তিন সন্তানের জননী ফেরদৌসি বেগম (৫০) নামের এক গৃহীনির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের এনামুল হকের স্ত্রী।
নিহতের স্বামী এনামুল হক জানান, বেলা তিনটার দিকে আকাশে মেঘ দেখে ঘরের বাইরে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর সময় বজ্রপাত হলে সে মারাত্মকভাবে আহত হয়। সাথে সাথে তাকে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ