নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের এক প্রভাষককে তাঁর স্ত্রীর করা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোছাঃ মৌসুমি পারভিনের স্বাক্ষর করা এক আদেশে এই বরখাস্তের আদেশ দেয়া হয়।
কলেজ সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মোঃ আব্দুল জলিলের সাথে অন্য এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সূত্র ধরে সে তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল।
এক পর্যায়ে তার নির্যাতিত স্ত্রী গত ১৩ এপ্রিল তথ্য-প্রমাণসহ কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা যাচাই এর জন্যে একই দিনে কলেজ পরিচালনা কমিটির সভায় কমিটি বিদ্যোৎসাহী সদস্য মোঃ সিরাজুল ইসলামকে আহবায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামকে তিন কার্যদিবসের মধ্যে কলেজের অধ্যক্ষ মোছাঃ মৌসুমি পারভিনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত কমিটি অভিযুক্ত প্রভাষককে কারন দর্শাও নোটিশ প্রদান করে। আতœপক্ষ সমর্থনে কারন দর্শাও নোটিশের প্রদত্ত জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৭ মে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত প্রভাষক মোঃ আব্দুল জলিলকে সাময়িক বরখাস্ত করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই