নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নেশাগ্রস্থ ও দুর্নীতিগ্রস্ত দপ্তরী কাম নৈশপ্রহরী স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধন বক্তারা বলেন, নিশাগ্রস্থ দপ্তরী কাম নৈশপ্রহরী রবিউল ইসলামের বরখাস্তের জন্য দাবি জানান। এসময় মানববন্ধন ও বিক্ষোব মিছিল উপস্থিত ছিলেন আব্দুল ওহাব দুলাল, মোঃ হাবিবুর রহমান, মোঃ চাঁন, আবুল কালাম, আলাউদ্দিন, খোরশেদ আলম সহ এলাকাবাসি।
এদিকে মোঃ রবিউল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন, আমার পরিবারের সাথে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে আমার আত্মীয়-স্বজন এরিপ্রেক্ষিতে আমার চাকরি খাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করছে তারা।
জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, রবিউল ইসলামের নিয়োগ হয়েছে ২০১৭ সালের ১১ ই ডিসেম্বর মাসে প্রায় দেড় বছরের কখনো নিশাগ্রস্ত বিদ্যালয়ে আসতে দেখিনি এবং স্কুলের কোন শিক্ষার্থীদের সাথে খারাপ আচার করতে দেখিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী জানান, আমি দূর্ঘদিন যাবত বিদ্যালয়ের সভাপতির দ্বায়িত্ব পালন করছি। আমি সভাপতি থাকা অবস্থায় রবিউল ইসলামের নিয়োগ হয়েছে। দেড় বছরে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমার কাছে কেউ অভিযোগ করেনি।
বিদ্যালয়ের বেশকয়েক জন শিক্ষার্থী সাথে কথা বলে জানাযায়, রবিউল ইসলাম আংকেল খুব ভালো মানুষ আমাদের সাথে কোন দিন খারাপ আচারণ করেনি।
উল্লেখ, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপনৈশপ্রহরী পদে মোঃ রবিউল ইসলাম ২০১৭ সালের ১১ ডিসেম্বর তারিখে চাকরিতে যোগদান করেন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।