নাটোর প্রতিনিধিঃ নাটোর-আত্রাই মহাসড়কের মাধনাগর থেকে দূর্লভপুর পর্যন্ত ৬.৫০কিলোমিটার রাস্তায় ৫৬ কোটি টাকা ব্যায় ও মধ্য সেতু ৩৭.৯২ মিটার ,ভাঙ্গা সেতু ৩১.৮২৮ মিটার এবং ৩১.২৫মিটার মোট তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
শনিবার দুপুরে মাধনাগর ইউপি চেয়ারম্যান আমজাদ দেওয়ানের সভপতিত্বে মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লেিগর যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম ফিরোজ,সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আশরাফুল ইসলাম সহ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ