নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বিভিন্ন মার্কেট ও দোকান-পাট বাজার পরির্দশন করেছেন, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সোমবার সকালে শহেরর মাদ্রাসা মোড়, মন্দির মার্কেট, সাদেক কমপ্লেক্স, উত্তরা সুপার প্লাজা সহ শহরের সব কয়টি মার্কেটে পরির্দশন করেন। এসময় প্রতিটা দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়।
পরিদর্শন শেষে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন , দোকানদার ও ক্রেতাদের সরকারের স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করা নির্দেশনা দেন। তানা হলে দোকানপাট বন্ধের হুশিয়ারী দেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা আরো বলেন, সরকারী নির্দেশনা মানতে যা যা করা দরকার আমরা সেটা করছি। তাছাড়া ট্রাফিক ব্যবস্থাকে আমরা সুন্দর ভাবে সাজিয়েছি। যাতে করে কোন ছোট ছোট যানবাহন শহরে প্রবেশ করে জ্যাম সৃস্টি করতে না পারে।
এদিকে নাটোর শহরের সব কয়টি মার্কেটে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাটে প্রবেশের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছে অনেক দোকানিরা।
দোকান মালিকরা বলছেন, সরকারী নির্দেশনা অনুযায়ী দেড় মাস পর দোকান পাট ও বিপনী বিতানগুলো খোলায় লোকজনের এত ভিড় হইছে। অসান্ন ঈদ ফিতর উপলক্ষে লোকজন কেনা-কাটার জন্য শহর মুখি হচ্ছে। এসব মার্কেট গুলোর মধ্যে সবচেয়ে বেশি কাপড়ের দোকান গুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। কিছু কিছু দোকানপাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হলেও বেশির ভাগ দোকানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তাছাড়া স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না মার্কেটগুলোতে। এদিকে জেলার বেশির ভাগ উপজেলা গুলোতে এই অবস্থা । কাপড়ের দোকান ,সেন্ডেলের দোকান সহ প্রতিটা দোকানে উপচে পড়া ভির দেখা যায়।
খবর২৪ঘন্টা/নই