নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাহপুর এলাকায় তিনটি বিদেশী পিস্তল সহ জিয়ারুল ইসলাম নামের এক এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
নাটোর ডিব পুলিশের ওসি আব্দুল হাই জানান, সোমবার ভোরে ডিবি পুলিশের একটি দল লালপুরের নূরুল্লাহপুরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জিয়ারুলকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন।
জিয়ারুল আটকের পর প্রতিবেশী টুনি বেগম ও বুলবুলি বেগম এই অস্ত্রের সাথে সম্পৃক্ততার কথা বলেও ডিবি পুলিশ তাদের আটক করতে পারেনি।
এই ঘটনায় লালপুর থানায় ডিবি পুলিশ বাদি হয়ে জিয়ারুল সহ অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে মামলা করেছে।
খবর২৪ ঘন্টা/নই