নাটোর প্রতিনিধি: নাটোরের ট্রাক চাপায় রাহানুল ইসলাম (৪৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আশিক হোসেন (২২) নামে অপর একজন। শনিবার (০৬ এপ্রিল) সকালে নাটোর- পাবনা মহাসড়কের ফুলবাগান ( সড়ক ও জনপথ অফিসের মুল ফটকের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাঘড়িয়া গ্রামের মৃত আক্কাস আলী প্রমানিকের ছেলে এবং আহত আশিক একই গ্রামের কামাল হোসেনের ছেলে।হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ
পরিদর্শক ( এসআই) মোঃ মোজাম্মেল হোসেন জানান, আজ সকালে রাহাবুল ও আশিক ট্রাকে করে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় এলে ট্রাকটির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন এবং পেছন দিক থেকে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের চাপায় পড়ে রাহাবুল ঘটনাস্থলেই নিহত হন আর আশিক আহত হন। এসময় ওই ট্রাকের চালক অল্পের জন্য রক্ষা পান। রাহাবুল ও আশিক
চালকের পাশেই বসে ছিলেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত আশিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর