নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বড়শরিশপুর ইউনিয়নের ঋষিনগর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আবুল কালামের ১৫কাটা জমির লাউ এর গাছ গতরাতে কেটে সাবার করে দিয়েছে দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থত আবুল কালামের পরিবার জানান, প্রতিবেশি নজরুল ইসলামের জমি গত তিন বছর আগে ১লক্ষ টাকা দিয়ে বন্ধকী নেয়। বর্তমানে বন্ধকী জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করতে থাকে । ছেড়ে না দিলে জোর করে জমি দক্ষলে নেওয়ার হুমকিদের। এমতাবস্থায় মঙ্গলবার গভীররাতে দূর্বৃত্তরা ১৫ কাটা জমির সমস্ত লাউ গাছ কেটে সাবার করে দিয়েছে।
বুধবার সকালে জমিতে গেলে দেখা যায় জমির সমস্ত গাছ কেটে ফেলা। এতে প্রায় ৩লক্ষ টাকা ক্ষতিগ্রস্থত হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান আবুল কালাম।
খবর২৪ঘন্টা/নই