নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সুমাইয়া (৬) ও রিতু (৬) নামে দুই শিশুকে ধর্ষনের দায়ে ইয়াকুব আলী (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। একই সঙ্গে এক লাখ টাকা অর্থ দন্ড দেয়া হয়। আজ বুধবার
দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনা শেষে দন্ডপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মোঃ ইয়াকুব আলী পাবনা জেলার ঈশ্বরদী থানার মাঝদীয়া মাদ্রসাপাড়া এলাকার মোঃ এসকেন আলীর ছেলে।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর সকালে লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় শিশু সুমাইয়া ও তার চাচাতো বোন রিতু বাড়ির বাহিরে খেলা করছিল। এসময় ইয়াকুব আলী তাদের চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীর পিছনে বাঁশ বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের দু’বোনকে ধর্ষন করে ইয়াকুব আলী। পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটি তাদের অভিভাবককে জানালে তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বজনরা বিষয়টি স্থানিয় জনপ্রতিনিধিদের জানায়। কিন্তু বিচার না পাওয়ায় একই
বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় সুমাইয়ার মা বাদি হয়ে ইয়াকুবকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ইয়াকুবকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেন। পরে মামলা তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করা হয়। এরপর ২০১৮ সালের ১৭ এপ্রিল আসামী ইয়াকুব আলীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এই মামলায় ১৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মোহাম্মাদ ইমদাদুল হক আসামী ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করার আদশে দেন।
এস/আর