নাটোর প্রতিনিধি: নাটোরের মাঝদিঘা শিবপুর ক্যাথলিক গীর্জার মেরী মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এ সময় তারা বাইবেল সহ ২টি বইও সরিয়ে ফেলে। সোমবার সকালে গীর্জার পাশের একটি খড়ির গাদার নিচে লুকিয়ে রাখা অবস্থায় তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বাইবেলসহ ২টি ব্ইও উদ্ধার করা হয়।
মাঝদিঘা গ্রামের ক্যাথলিক গীর্জার পাশের খড়ির মালিক সুরমনি মারডি বলেন, সোমবার সকাল ৯টার দিকে তিনি খড়ি শুকানোর জন্য সেখানে গিয়ে পালার নিচে মূর্তিটি পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেয়। অন্যরা এসে মূর্তিটির মাথা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বেলা ১২টার দিকে আজিম উদ্দিন নামের এক ব্যক্তি গীর্জার অদূরের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বাইবেলসহ ২টি বই দেখতে পায় পরে বই ২টি উদ্ধার করে স্থানীয়রা।
নাটোর সদর সার্কেলের এডিশনাল এসপি আবুল হাসনাত ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, এ ব্যাপারে গীর্জা কমিটির সভাপতি মুকুল মাজদা একটি মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছেন। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ