নাটোর প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার চূড়ান্ত রায়কে কেন্দ্র করে নাটো্ের সন্ত্রাস ও নাশকতা বিরোধী মোটর শোভা যাত্রা করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার বিকেলে শোভাযাত্রাটি সংসদ সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে দলের অস্থায়ী কার্যালয় কান্দিভিটুয়া থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে শেষ হয় । পরে প্রেসক্লাবের সামনে এক পথ সভা বক্তব্য রাখেন স্থানিয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ নেতৃবৃন্দ।
বক্তব্য বলেন ,জেলায় অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হলে,তা নেতাকর্মীদের নিয়ে মোকাবেলা করা হবে।এছাড়াও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ