1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২০০ টেস্টিং কিট পাঠানো হয়েছে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

নাটোরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২০০ টেস্টিং কিট পাঠানো হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মারচ, ২০২০

নাটোর প্রতিনিধি: বিভাগীয় পর্যায়েও এখনো করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব হয়নি। যেখানে নাটোর সদরে অন্যন্য জেলার মত আক্রান্ত বা সম্ভাব্য রোগীর চিকিৎসার জন্য সর্ব্বোচ্চ আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সদও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর রাখার ব্যবস্থা হয়েছে। নাটোর সদর হাসপাতালে জেলার এখনও করোনা রুগীর পরীক্ষা করার ব্যবস্থা হয়নি। এমন বাস্তবতায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২০০ টেস্টিং কিট পাঠানো হয়েছে ।

করোনা ভাইরাস পরীক্ষার জন্য নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০০ টেস্টিং কিটস পাঠিয়েছেন নিজ নির্বাচনী এলাকা সিংড়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের জন্য। আজ রবিবার দুপুরে এই টেস্টিং কিটস পাঠিয়ে ওই কিটসের সঙ্গে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শে প্রয়োজনীয় পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, প্রোটেক্টিভ চশমা, জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজারসহ যাবতীয় মেডিকেল ইকুইপমেন্ট চাহিদা অনুযায়ী পাঠানো হয়েছে ।

অনেকেই নিয়ে প্রশ্ন তুলেছেন , সংকটময় মুহূর্তে উপজেলা পর্যায়ে পাঠানো এই কিটস কী কাজে লাগবে কারণ ল্যাবসহ প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা না থাকায় । প্রতিমন্ত্রীর পক্ষে সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস টেস্টিং কিটসসহ যাবতীয় মেডিকেল ইকুইপমেন্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেস্টিং কিট হস্তান্তর শেষে টেলিকনফারেন্সে বলেন, আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সাহসিকতার সঙ্গে কাজ করছেন এবং যেকোন খারাপ পরিস্থিতি মোকাবেলায় তারা মানসিকভাবে প্রস্তুত আছেন৷ আজ সকলের সমন্বিত প্রচেষ্টায় আমার প্রাণের সিংড়াবাসীসহ সারা দেশের মানুষকে এই মহামারী থেকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ।

এদিকে ল্যাব না থাকার বিষয়টি জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এমটি ল্যাব) ল্যাবটি অত্যাধুনিক। এখানে ৪জন টেকনিশিয়ান কাজ করছেন এই ল্যাবে। এই ল্যাব থেকে আমরা ডেঙ্গুরও সফল পরীক্ষা করেছি। আমাদের বিশ্বাস, করোনা পরীক্ষাও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। তবে কিটসটা এখনো পরিক্ষা বা খুলে দেখা হয়নি। পরীক্ষা বা ব্যবহার উপযোগী কিনা তা দেখে এবং এবিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে তাদের মতমতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে যা সার্বিকভাবে আমাদের সহায়তা করবে। এছাড়া আইইসিডিআরের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, টেস্টিং কিটস পাঠানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে সিংড়ায় করোনা পরীক্ষার ব্যবস্থা আছে বলে তার জানা নেই।

জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, শুনেছি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে। তবে এটি কোন কাজে আসবে বলে মনে হয় না। তবে তারা কিট বক্সগুলো খুলে দেখে জানাবে বলেছে আমায়। যেখানে নাটোরেই করোনা পরীক্ষার বিশেষায়িত ল্যাব নেই। অনেক বড় বড় জেলাতেই করোনা পরীক্ষার ল্যাব, কিটস কিছুই নেই। এই টেস্টের জন্য পলিমার রিএকশন মেশিন বা পিসিআরের প্রয়োজন। যা খুবই ব্যয়বহুল এবং দেশের খুব কম হাসপাতালেই রয়েছে। প্রতিমন্ত্রী সিংড়াবাসীর নিরাপত্তার কথা ভেবে কিটসের ব্যবস্থা করতে পারেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST